Logo

শিল্প-সংস্কৃতি

‘মহান স্বাধীনতা সংগ্রাম ও বীর নারীদের বিজয়গাঁথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১

‘মহান স্বাধীনতা সংগ্রাম ও বীর নারীদের বিজয়গাঁথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ছবি : সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ উপলক্ষে কবি ও গবেষক গুলশান আরা রুবী রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা গ্রন্থ ‘মহান স্বাধীনতা সংগ্রাম ও বীর নারীদের বিজয়গাঁথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী ও লেখক বায়জীদ মাহমুদ ফয়সলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক ও কবি মাহবুবা বেগম, কবি মধুমিতা ফালগুনী, কবি তারিকুল ইসলাম, কবি শায়েখ সোয়েব, কথাসাহিত্যিক দিলদার উদ্দিন, কবি রুহুল মাহবুব ও সাংবাদিক আল-আমিন সালমান।

এ বইটিতে লেখক মহান স্বাধীনতা সংগ্রামের নারী মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও মুক্তিযুদ্ধের নারী সংগঠকদের গল্প ও জীবনী তুলে ধরেছেন। বইটির মধ্যে বাঙালির স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদানের অজানা অনেক ইতিহাসও স্থান পেয়েছে। 

এছাড়াও লেখক পূর্বে মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন, যেগুলি বিগত সময়ে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০টিরও বেশি।

গ্রন্থটি অমর একুশে গ্রন্থমেলার পাণ্ডুলিপি প্রকাশনের ৩০৩ নম্বর স্টলে ও অনলাইন বিপণী বিতান রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর