ছায়ানটে মুগ্ধতা ছড়ালেন ড. চঞ্চল খান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৪:২৯
ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে ছায়ানটে শুদ্ধমঞ্চের আয়োজনে ‘তোমার গানের ছায়ায়’ শিরোনামে গানের আসরে একক পরিবেশনায় মুগ্ধতা ছড়ালেন বরেণ্য শিল্পী চঞ্চল খান। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় র রমেশচন্দ্র স্মৃতি মিলনকেন্দ্র এ গানের আসর অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) চঞ্চল খান গাইলেন প্রচলিত-অপ্রচলিত একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত। চার দশক ধরে সুরের সঙ্গে তার বসবাস। দীর্ঘদিন ধরে সুরের শিক্ষাদান করছেন।
বরেণ্য শিল্পী ড. চঞ্চল খান বলেন, ‘সঙ্গীতচর্চা জীবিকা নয়, সঙ্গীত আমার কাছে যাপিত জীবনের অবলম্বন। দেশ ও দেশের বাইরে রবীন্দ্রসঙ্গীতকে সবার মাঝে ছড়িয়ে দিতে, বাঙালি সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
উল্লেখ্য, ছায়ানটের সাবেক শিক্ষার্থী ছিলেন ড. চঞ্চল খান। ১২ টি একক ও মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নির্মাণ করেছেন একাধিক প্রমাণ্যচিত্র।
ডিআর/এমআই