Logo
Logo

জীবনানন্দ

'আমি বড় হতে চাই না সোনা দা'

Icon

জীবনানন্দ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০৭

'আমি বড় হতে চাই না সোনা দা'

“আমার ভাই আর নেই। মাথায় হাত দিয়ে বলেছিলেন, ‘অনেক বড় হও।’ আমি বড় হতে চাই না সোনা দা। আপনি এভাবে অভিমান করে চলে যেতে পারেন না।”

কবি হেলাল হাফিজের মৃত্যুর পরে তার ভাই নেহাল হাফিজ ফেসবুকে এই হৃদয়বিদারক কথা লিখেছেন। সাহিত্যজগতে এই প্রস্থান শুধু একটি নামের নয়, বরং একটি যুগের।

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ তার সৃষ্টির মাধ্যমে ছুঁয়ে গেছেন অসংখ্য মানুষের হৃদয়। ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি যেমন তাকে এনে দিয়েছিল বিপুল জনপ্রিয়তা, তেমনি ‘এখন যৌবন যার’ কবিতায় মিশে ছিল তার দ্রোহ ও তারুণ্যের চিরন্তন আহ্বান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) কবির প্রয়াণে বাংলা সাহিত্য এক নক্ষত্র হারিয়েছে। তার মৃত্যু গভীর শোকের ছায়া ফেলেছে ভক্ত, পাঠক ও স্বজনদের মাঝে।

কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পাঠকেরা বলছেন, তার রচনাগুলো চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এইচকে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর