জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেন সাইয়েদ জামিল
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৩
কবি, রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য সাইয়েদ জামিল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে যোগ দিয়েছেন। এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি সবার দোয়া, সমর্থন ও পরামর্শ চেয়েছেন।
সাইয়েদ জামিল বলেন, ‘রাষ্ট্রের একজন কবি হিসেবে আমি সবসময়ই রাজনীতির অংশ ছিলাম। আমার নিজস্ব একটি রাজনৈতিক এজেন্ডা ছিল এবং আমি সবসময় ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলেছি। মজলুমের পক্ষে থেকেছি।’
জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এই কমিটিতে রয়েছেন দেশের সবচেয়ে চিন্তাশীল, মেধাবী এবং সৎ তরুণরা, যারা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। আমি বৃহত্তর পরিসরে এবং সরাসরি জনতার সঙ্গে কাজ করার উদ্দেশ্যে এই সৃষ্টিশীল তরুণদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করি, সম্মিলিত প্রয়াসে জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়তে পারবো।’
নিজের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘আমি সকলের পরামর্শ ও সমর্থন চাই। যদি কোনো ভুল করি, তাহলে আমাকে ধরিয়ে দেবেন।’
সাইয়েদ জামিলের এই পদক্ষেপকে তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা স্বাগত জানিয়েছেন।
এফএটি/এনআর/