হানিফ ওয়াহিদের উপন্যাস ‘বিষাদ জীবন’ আসছে বইমেলায়
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২০:০৯
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হচ্ছে হানিফ ওয়াহিদের নতুন উপন্যাস ‘বিষাদ জীবন’। বইটি প্রকাশ করছে মুক্তদেশ প্রকাশনী। এর মুদ্রিত মূল্য ২৫০ টাকা, আর প্রচ্ছদ করেছেন রাহমান রোমেল।
‘বিষাদ জীবন’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মিতু। গ্রামের এক সুন্দরী, পরহেজগার মেয়ে মিতু, যার জীবন একসময় শুধুই ছিল পড়াশোনা আর স্বপ্ন নিয়ে। এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার পর খারাপ সহপাঠীদের প্রভাবে প্রেমে জড়িয়ে নিজের সতীত্ব হারায়। সেই ভুলের পর তার জীবন পাল্টে যায় এক করুণ অধ্যায়ে।
একসময় মিতু হারায় তার মা-বাবাকে এবং সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে নাম লেখায় পতিতার খাতায়। মিতুর জীবনের এই অমীমাংসিত রহস্য আর অজানা গল্প নিয়ে এগিয়েছে ‘বিষাদ জীবন’।
উপন্যাসের লেখক হানিফ ওয়াহিদ বলেন, "জীবনের তিক্ত বাস্তবতা এবং একজন নারীর সামাজিক সংগ্রামকে গল্পের রূপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, ‘বিষাদ জীবন’ পাঠকদের মন ছুঁয়ে যাবে এবং ভাবতে বাধ্য করবে।"
উপন্যাসটি বইমেলায় মুক্তদেশ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে।