Logo

শিল্প-সংস্কৃতি

মেলায় আসছে ইকরাম মাহমুদের ১২ বই

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪

মেলায় আসছে ইকরাম মাহমুদের ১২ বই

২০২৫ সালের অমর একুশে বইমেলায় পাঠকদের জন্য ১২টি নতুন বই নিয়ে আসছেন লেখক ও অনুবাদক ইকরাম মাহমুদ। হরর, রোমান্স, ইতিহাস, ক্যারিয়ার গাইডসহ নানা বিষয়ের উপর লেখা তার মৌলিক ও অনুবাদ গ্রন্থ প্রকাশিত হবে উৎকর্ষ প্রকাশনা থেকে।  

তার অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে তোশিকাযু কাওয়াগুচির তিনটি বই—বিফোর দ্য কফি গেটস কোল্ড, টেলস ফ্রম দ্য ক্যাফে এবং বিফোর ইউ ফরগেট কাইন্ডনেস উল্লেখযোগ্য। এই সিরিজের গল্প এগিয়েছে টোকিওর এক নির্জন গলির শতবর্ষী ক্যাফেকে কেন্দ্র করে, যেখানে অতিথিদের অতীতে ফিরে যাওয়ার সুযোগ থাকে। এছাড়া, তিনি অনুবাদ করেছেন অস্কার ওয়াইল্ডের বিখ্যাত কান্টারভিল গোস্ট, যেখানে একটি পুরনো প্রাসাদের রহস্যময় ভূতের গল্প রয়েছে। ওয়েলকাম টু দ্য হ্যুনাম-দং বুকশপ বইটিও তার অনুবাদ তালিকায় রয়েছে, যেখানে একটি বিশেষ বইয়ের দোকানের গল্প বলা হয়েছে। এস. হুসাইন জাইদির র হিটম্যান বইটিও অনুবাদ করেছেন তিনি, যা একটি ভারতের এক হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে লেখা।  

তার মৌলিক রচনাগুলোর মধ্যে অন্যতম হলো ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়, যা প্রেম, সম্পর্ক এবং বিচ্ছেদের অনুভূতি নিয়ে লেখা একটি রোমান্টিক উপন্যাস। এছাড়া, বিরহনামা নামে তার একটি অনুকাব্য প্রকাশিত হবে, যেখানে প্রাক্তনকে নিয়ে লেখা ১২২টি কবিতা সংকলিত হয়েছে। ক্যারিয়ার গঠনের জন্য লিংকড-ইন ক্যারিয়ার হ্যাকস বইটি দারুণ সহায়ক হতে পারে, যেখানে লিংকড-ইন ব্যবহার করে চাকরি পাওয়ার এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল তুলে ধরা হয়েছে। ইতিহাসপ্রেমীদের জন্য তিনি লিখেছেন মিশর পুরাণ, যেখানে মিশরের দেবতা, মমি এবং পুরাণের নানা দিক বিশদভাবে আলোচনা করা হয়েছে। একইভাবে শত বছরের সহস্র স্বৈরশাসক বইয়ে বিশ্বের ১০০ জন স্বৈরশাসকের ইতিহাস তুলে ধরেছেন তিনি। ভ্যাম্পায়ার আখ্যান: রক্তচোষার ইতিহাস নামের আরেকটি নন-ফিকশন বইতে তিনি তুলে ধরেছেন ভ্যাম্পায়ারের উৎপত্তি, ইতিহাস এবং সিনেমায় তাদের উপস্থাপনা।  

ইকরাম মাহমুদ ২০০১ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর। পুরো নাম আল ইকরাম মাহমুদ সৌমিক। তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস-এ মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে পড়াশোনা করছেন। ছোটবেলা থেকেই হরর সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। তার অনূদিত ও মৌলিক বই ইতোমধ্যে পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।  

বইপ্রেমীরা বইমেলায় উৎকর্ষ প্রকাশনার স্টল থেকে এই বইগুলো সংগ্রহ করতে পারবেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর