Logo

শিল্প-সংস্কৃতি

অলোক আচার্যের সায়েন্স ফিকশন ‘ফেলুদার টাইম মেশিন’ আসছে বইমেলায়

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:২১

অলোক আচার্যের সায়েন্স ফিকশন ‘ফেলুদার টাইম মেশিন’ আসছে বইমেলায়

একুশে বইমেলায় আসছে অলোক আচার্যের কিশোর সায়েন্স ফিকশন ফেলুদার টাইম মেশিন। বিজ্ঞান ও কল্পনার সংমিশ্রণে রচিত বইটি মূলত শিশু-কিশোরদের জন্য হলেও এতে রয়েছে রহস্য, অ্যাডভেঞ্চার এবং চিন্তার খোরাক যোগানোর মতো গভীরতা, যা প্রাপ্তবয়স্কদেরও আকৃষ্ট করবে।

গল্পে টাইম ট্রাভেল এবং বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে রোমাঞ্চকর এক অভিযাত্রা। লেখক সায়েন্স ফিকশন ও রহস্যকাহিনীকে একত্রিত করে ভবিষ্যৎ, দর্শন এবং ইতিহাসের নতুন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বিশেষ করে যারা সময়যাত্রা এবং বৈজ্ঞানিক কল্পকাহিনিতে আগ্রহী, তাদের জন্য এটি হতে পারে এক মজার ও শিক্ষামূলক পাঠ।

বইটি প্রকাশ করছে কিডস কারাভান।

অলোক আচার্য পেশায় একজন শিক্ষক। তিনি ১৯৮৫ সালে পাবনার বেড়া উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনায়। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখির সঙ্গে যুক্ত, স্থানীয় ও জাতীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তার লেখালেখির যাত্রা শুরু হয় গল্পগ্রন্থ ছুঁয়ে দেখা মেঘ ও অন্যান্য গল্প (২০২১) দিয়ে। এরপর স্কুলে এলিয়েন (২০২৪) এবং তৃতীয়জন নামে দুটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়। এবারের বইমেলায় আসছে তার প্রথম কাব্যগ্রন্থ অরুণিমার নদীবুক ও অন্যান্য কবিতা এবং সায়েন্স ফিকশন ফেলুদার টাইম মেশিন।

এমএইচএস

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর