তরুণ লেখক খান নাঈমের ‘প্রিয় ঝড়’ উন্মোচিত
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪
ছবি : বাংলাদেশের খবর
তরুণ লেখক ও সাংবাদিক খান নাঈমের প্রথম উপন্যাস ‘প্রিয় ঝড়’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বরগুনা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানজিলা তমা, জেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, লেখক ও কবি আসাদ জামান, দুর্বার সভাপতি আরিফ হোসেন ফসল, বরগুনা রিপোটার্স ইউনিটির সভাপতি মাহবুল আলম মান্নু, প্রথম আলো বন্ধুসভার বরগুনা ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সহসভাপতি আয়শা আক্তার ঋতু, ইফরাত ইমা প্রমুখ।
বইটি সম্পর্কে লেখক বলেন, ‘‘মানুষের জীবনের প্রতিটি অধ্যায় যেন একেকটি ঝড়। কখনো তা মৃদুমন্দ বাতাসে মন জুড়ায়, কখনো সবকিছু ভেঙে তছনছ করে দিয়ে যায়। ‘প্রিয় ঝড়’ তেমনই এক উপাখ্যান, যেখানে প্রেম আসে চৈত্র দিনের মুষলধারে বৃষ্টির মতো, আবার হারিয়ে যায় মরুর তপ্ত বালির মতো।’’
তিনি বলেন, ‘‘উপন্যাসের প্রতিটি বাক্যে লুকিয়ে আছে এক অলিখিত কবিতা, প্রতিটি ঘটনায় মিশে আছে জীবনের গভীরতম সত্য। যেখানে বাস্তবতার তীক্ষ্ণ কষ্ট আর কল্পনার মায়াবী রঙ একাকার হয়ে যায়। প্রিয় ঝড়; এটি হারানোর বিষণ্নতা, বন্ধুত্বের ভাঙন, এবং জীবনের শূন্যতা পেরিয়ে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার যাত্রা। জীবনের প্রতিটি প্রলয়ঙ্কারী ঝড়ের পরে আসে এক শান্তির ঝড়। সে'ই হলো আমাদের ‘প্রিয় ঝড়’।’’
তিনি আরও বলেন, ‘এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা আপনাকে জীবনের এক অনন্ত পথে নিয়ে যাবে, যেখানে আপনি খুঁজে পাবেন নিজের হারানো অনুভূতি, অপ্রাপ্তির আর্তনাদ আর এক নতুন দিনের প্রতিশ্রুতি।’ বইমেলার ৮০-৮১ নম্বর স্টলে ‘প্রিয় ঝড়’ পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, ‘তরুণ প্রজন্ম আজকাল লেখালেখি এবং বইপড়া ভুলতে বসেছে। সেখানে বরগুনার সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক ‘প্রিয় ঝড়’ নামে একটা উপন্যাসের বই প্রকাশ করেছেন৷ এটা অত্যান্ত খুশির খবর। লেখক যেন লেখালেখির ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, সেই কামনা করছি।’
এটিআর/এমএইচএস