Logo

শিল্প-সংস্কৃতি

হযরত শাহজালালকে নিয়ে প্রথম উপন্যাস

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৩

হযরত শাহজালালকে নিয়ে প্রথম উপন্যাস

ঐতিহাসিক ব্যক্তিত্ব হযরত শাহজালাল (র.)-কে নিয়ে বাংলা ভাষায় প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছে। সাহিত্যিক ও চলচ্চিত্রকার মোস্তফা মনন রচিত এই উপন্যাসের নাম ‘শাহজালাল’। 

উপন্যাসটির পটভূমি ত্রয়োদশ শতাব্দীর সিলেট (তৎকালীন শ্রীহট্ট)। ১২০৩ সালে রাজা গৌড়গোবিন্দের অত্যাচারের বিরুদ্ধে হযরত শাহজালালের সংগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি। এক টুকরো গরুর মাংসের জন্য শেখ বুরহান উদ্দীনের ওপর রাজার নিষ্ঠুর অত্যাচার, ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এবং শাহজালালের নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ— এসবই ফুটে উঠেছে গল্পে। 

লেখক ইতিহাসের সীমিত তথ্যের আলোকে শাহজালালের চরিত্রকে পরোপকারী, সমাজসচেতন ও সংগ্রামী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেছেন। পাশাপাশি দিল্লির সম্রাট আলাউদ্দীন খিলজি ও সুফিসাধক নিজামউদ্দীন আউলিয়ার মতো ঐতিহাসিক চরিত্রও জায়গা পেয়েছে বইয়ে।  

লেখক মোস্তফা মনন বাংলাদেশের খবরকে বলেন, ‘প্রখ্যাত সুফিসাধক শাহজালালের জীবনী নিয়ে বাংলা সাহিত্যে কোনো উপন্যাস নেই। তার দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক ও রাজনৈতিক। পাশাপাশি তিনি সমাজসংস্কারকও ছিলেন। এই উপন্যাসে তার ব্যক্তিত্ব, আদর্শ ও ত্রয়োদশ শতকের রাজনৈতিক পটভূমিকে গবেষণার ভিত্তিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’



লেখক মোস্তফা মনন এর আগে ‘ভূত বালিকা’, ‘কফিগার্ল’, ‘অক্ষর’, ‘আগুনকাল’-এর মতো উপন্যাস লিখেছেন। তিনি সাহিত্যিক ও চলচ্চিত্রকার হিসেবে পরিচিত। ফিল্ম ও মিডিয়ায় স্নাতকোত্তর এই লেখকের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে।

‘শাহজালাল’ পাওয়া যাবে বইমেলার ৩ নম্বর প্যাভিলিয়নে। এ ছাড়া অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাচ্ছে। ৭৮ পৃষ্ঠার এই বইয়ের মূল্য ধরা হয়েছে ২৭৫ টাকা। ২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে ২০৫ টাকায়।

  • এমজে/এনআর/

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর