‘স্বপ্নভরা দুটি চোখ’ ও ‘শর্ট স্ক্রিপ্ট’ নিয়ে বইমেলায় সাব্বির সেন্টু
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২
২০২৫ সালের অমর একুশে বইমেলায় কথা সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টুর দুটি নতুন বই প্রকাশিত হচ্ছে। তার উপন্যাস ‘স্বপ্নভরা দুটি চোখ’ এবং নাট্যগ্রন্থ ‘শর্ট স্ক্রিপ্ট’ বইমেলায় প্রকাশিত হয়েছে।
‘স্বপ্নভরা দুটি চোখ’ বইটি নারীর নেতৃত্ব ও নারীর প্রতি বৈষম্য নিয়ে লেখা হয়েছে। লেখক নারীত্বের আড়ালে থাকা মানবিক দিকগুলো তুলে ধরেছেন এবং সমাজের পুরুষ শাসিত ধারা এবং নারীদের সংগ্রামের কথা জানিয়েছেন। মেহের আফরোজ ও সীমা নামে দুটি নারী নেত্রীর জীবনযাত্রা এবং তাদের প্রতিবাদের গল্প এই উপন্যাসের মূল ভাবনা। লেখক বলেন, "নারী নেতৃত্ব এবং নারীর প্রতি অবিচারের বিষয়গুলো নিয়ে গভীরভাবে কাজ করেছি। নারীরা প্রতিবাদ করে যখন তাদের অধিকার সংরক্ষিত হয়, তখন তাদের জীবন বদলে যায়।"
অপর বই ‘শর্ট স্ক্রিপ্ট’ ১০টি নাটকের সংকলন, যেখানে সামাজিক সমস্যাগুলোর প্রতিফলন দেখানো হয়েছে। এই বইয়ের দুটি নাটক মহামারি করোনা ও মাদক সমস্যা নিয়ে লেখা হয়েছে। লেখক জানান, আধুনিক সমাজে মঞ্চ নাটক হারিয়ে যাচ্ছে এবং মানুষ এখন সংক্ষিপ্ত বিনোদন পছন্দ করে। তাই তিনি এই বইটি লেখার জন্য সংক্ষিপ্ত নাটকের মাধ্যমে সমাজের সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন।
সাব্বির সেন্টু বলেন, বইটির নাম ‘শর্ট স্ক্রিপ্ট’ রাখার পেছনে একটি কারণ ছিল—বর্তমান সমাজে মানুষের বিনোদন প্রাপ্তির সময় সীমাবদ্ধ। তাই নাটকগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি।
গত বইমেলায় সাব্বির সেন্টু’র ‘ছড়ার বুলেট’ বই প্রকাশিত হয়েছিল।
এমএইচএস