বইমেলায় তামান্না ইসনাইনের ‘অবশেষে এলে তুমি’
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫
অমর একুশে বইমেলা ২০২৫-এর নতুন বই তামান্না ইসনাইনের ‘অবশেষে এলে তুমি’। নব সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন সুপ্রসন্ন কুণ্ডু।
‘অবশেষে এলে তুমি’ লেখকের আত্মজীবনীমূলক গ্রন্থ, যেখানে তার জীবনের এক অপূর্ব প্রেমকাহিনী এবং নারী ও মাতৃত্বের জন্য আত্মত্যাগের গল্প উঠে এসেছে। লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা হলেও বইটি অনেক পাঠকের মন ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
তামান্না ইসনাইন ইতোমধ্যে তিনটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন।
এমএইচএস