‘কবিতা বিষয়ক মীমাংসিত ইস্যু’ নিয়ে বইমেলায় রাহাতুল রাফি
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮
শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫। মেলায় প্রকাশিত হয়েছে কবি রাহাতুল রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা বিষয়ক মীমাংসিত ইস্যু’। বইটি প্রকাশ করেছে ‘এবং মানুষ’ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।
‘কবিতা বিষয়ক মীমাংসিত ইস্যু’তে ৬৪টি কবিতা রয়েছে, যেখানে একাকীত্ব, অনুভূতি ও শব্দের সৌন্দর্য এক ভিন্ন মাত্রা পেয়েছে। লেখকের বিশ্বাস, কবিতাগুলো পাঠকের মন ছুঁয়ে যাবে।
রাহাতুল রাফি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন ও ওয়েব পোর্টালে নিয়মিত লিখছেন। ২০২০ সালে অন্বয় প্রকাশ থেকে প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ ‘জোনাকির গান’।
লেখকের জন্ম ঢাকায় হলেও শৈশব কেটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ফতেপুর গ্রামে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি একটি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে কর্মরত আছেন সোনালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলে। তবে লেখালেখিই তার আসল পরিচয়, এমনটাই মনে করেন তিনি।
এমএইচএস