Logo

শিল্প-সংস্কৃতি

গাজী মুনছুর আজিজের নতুন বইয়ের প্রকাশনা উৎসব আজ

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬

গাজী মুনছুর আজিজের নতুন বইয়ের প্রকাশনা উৎসব আজ

প্রকাশ হয়েছে প্রখ্যাত ভ্রমণলেখক ও সাংবাদিক গাজী মুনছুর আজিজের নতুন ভ্রমণগল্প ‘পাখির খোঁজে বাংলাজুড়ে’। প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান।

আজ (রোববার) বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। লেখক জানিয়েছেন, বিকেল ৫টায় ঢাকা বইমেলার প্রান্ত প্রকাশন প্রাঙ্গণে (স্টল৭৪৯-৭৫০) এ উৎসব অনুষ্ঠিত হবে।

সাংবাদিক ও গবেষক ড. কাজল রশীদ শাহীনের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দুইবারের এভারেস্টজয়ী বাংলাদেশি এম এ মুহিত। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভ্রমণ বাংলাদেশের সাধারণ সম্পাদক রবিউল হাসান খান মনা, ভাস্কর দেওয়ান আতিকুর রহমান প্রমুখ।

গাজী মুনছুর আজিজের নেশা ভ্রমণ। ঘুরে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিশেষ করে পাখি দেখতে দেশের বিভিন্ন উপকূল, হাওর ও বন-বাদাড় ঘুরেছেন তিনি। সেই বর্ণনা তুলে ধরেছেন বইটিতে।

নতুন বইয়ের প্রকাশনা উৎসবে বইপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন সময়ের অন্যতম এই লেখক।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর