Logo

শিল্প-সংস্কৃতি

প্রকাশিত হলো সাহাবা গল্প সিরিজের ‘মাবরুক সাহাবা’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫

প্রকাশিত হলো সাহাবা গল্প সিরিজের ‘মাবরুক সাহাবা’

শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী মাসউদুল কাদির রচিত ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স। প্রকাশনা সংস্থাটির সত্ত্বাধিকারী মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ শিশুদের জন্য একটি প্রিয় বই। বইটিতে শিশুদের মনে নাড়া দেওয়ার মতো সাহাবা গল্প লিখেছেন মাসউদুল কাদির।  

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের গল্পগুলোই এতে স্থান পেয়েছে। শিশুমনে আনন্দ দেওয়ার মতো গল্পের মাধ্যমে নবীজীর হাদিস ও সাহাবাজীবনের অনুষঙ্গ নিয়ে গল্প গেঁথেছেন লেখক।  

‘মাবরুক সাহাবা’ বইয়ে নবীসঙ্গীদের ত্যাগ ও ইসলামের জন্য তাদের সাধনার কাহিনীর চিত্রায়ন করা হয়েছে। প্রায় দুই যুগ ধরে শিশুসাহিত্য নিয়ে কাজের অভিজ্ঞতা নিয়ে বইটি লিখেছেন মাসউদুল।   

বইটি একুশে বইমেলায় বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের ৫০৭ নং স্টলে পাওয়া যাবে। এছাড়া অনলাইন বুক শপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে।  

এমএইচএস

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর