Logo

শিল্প-সংস্কৃতি

বইমেলায় পলিয়ার ওয়াহিদের নতুন দুটি কাব্যগ্রন্থ

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯

বইমেলায় পলিয়ার ওয়াহিদের নতুন দুটি কাব্যগ্রন্থ

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে পলিয়ার ওয়াহিদের দুটি কাব্যগ্রন্থ। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কবিতা ‘গুলি ও গাদ্দার’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মূল্য ২৩০ টাকা। অন্যটি ফ্যাসিবাদবিরোধী কবিতার বই ‘মুণ্ডুকাটা হরিণের বনে’। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। মূল্য ২৩০ টাকা। 

বই দুটি পাওয়া যাবে বইমেলার ঘাসফুলের ১৮০-১৮১ নম্বর স্টলে। 

বই দুটি সম্পর্কে কবি জানান, ‘গুলি ও গাদ্দার’ মূলত জুলাই বিপ্লবের সময় লেখা কবিতা। সরকারি বাহিনী দ্বারা বিধ্বস্ত ভয়ার্ত মানুষ, রক্তাক্ত জনপদ ও  নারকীয় সব হত্যাযজ্ঞের টুকরো টুকরো ক্ষত। সময়ের অন্তর্দহন, প্রতিবাদ ও প্রতিরোধের কবিতা ‘গুলি ও গাদ্দার’।  

পলিয়ার ওয়াহিদ জানান, ‘মুন্ডুকাটা হরিণের বনে’ খুনি হাসিনার অবৈধ সরকারের সময়ে গুম-খুনের বিরুদ্ধে লেখা কবিতা। যেই সময় কথা বলা ছিল বিপজ্জনক সেই অবরুদ্ধ সময় লেখা কবিতার বই। অসময়ের দলিল।

এমজে

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর