Logo

শিল্প-সংস্কৃতি

‘Inventory of Major Wetlands of Bangladesh’ বইয়ের মোড়ক উন্মোচিত

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮

‘Inventory of Major Wetlands of Bangladesh’ বইয়ের মোড়ক উন্মোচিত

ড. খন্দকার আজিজুল ইসলামের ‘Inventory of Major Wetlands of Bangladesh’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত পানি ও পরিবেশবিদ অধ্যাপক ড. আইনুন নিশাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল নাসের।

অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, ‘বাংলাদেশের জলাভূমি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটি জলাভূমি সংরক্ষণে একটি মূল্যবান সংযোজন।’

ড. খন্দকার আজিজুল ইসলাম তার বই সম্পর্কে বলেন, ‘বাংলাদেশের জলাভূমি নিয়ে পর্যাপ্ত গবেষণা নেই। এই বইটি সেই শূন্যস্থান পূরণ করবে।’

অধ্যাপক ড. নিয়ামুল নাসের বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে জলাভূমি সংকটাপন্ন। এই বইটি জলাভূমি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বইটি এনআরবি স্কলার্স পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এটি পরিবেশ, জলবায়ু ও প্রতিবেশবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে।

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর