Logo

শিল্প-সংস্কৃতি

আট বছর পরে কবি রহমান হেনরীর নতুন বই ‘অর্ধশতদল’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬

আট বছর পরে কবি রহমান হেনরীর নতুন বই ‘অর্ধশতদল’

কবি রহমান হেনরী, যিনি কবিতা লিখে চাকরিচ্যুত হয়েছিলেন। আবার চাকরি ফিরে পেয়েছেনও। তবে কবিতাচ্যুত হননি কখনও। সময়ের পালাবদলে কবিতা লেখা থেমে থাকেনি তার। কবিতাকে তিনি ইবাদতের মতো দেখেন এবং নিয়মিত লেখেন। দীর্ঘ আট বছর পর বইমেলায় প্রকাশিত হলো তার নতুন কবিতার বই ‘অর্ধশতদল’। 

রহমান হেনরী জীবনের নানা ঘাত-প্রতিঘাত এবং অভিজ্ঞতাকে তার কবিতায় তুলে ধরেছেন। তার কবিতা শুধু শব্দের খেলা নয়, বরং জীবন ও তার নানা দিকের গভীরতম ভাবনাগুলোর প্রতিফলন। তিনি বাংলার কবিতায় কণ্ঠস্বাতন্ত্র্যই তাকে আলাদা করেছে। তার কবিতায় রয়েছে হৃদয়গ্রাহী সরলতা এবং চিন্তার গভীরতা, যা পাঠককে এক অদ্ভুত অভিজ্ঞতায় নিয়ে যায়। দেশ পাবলিকেশন্সের প্রকাশক অচিন্ত্য চয়ন বলেন, ‘আট বছর পর কবি রহমান হেনরীর নতুন কবিতার বই প্রকাশ করতে পেরে আমি গর্বিত। আশা করি, কবিতাপ্রেমীরা এই বইটি সংগ্রহ করে পড়বেন।’

রহমান হেনরীর জীবন ও কর্ম বিস্তৃত। তিনি কবি, বিশ্বকবিতার বাঙলায়নকর্মী এবং বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগে কর্মরত একজন কর্মকর্তা। পঞ্চদশ বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য এই কবি ২০০৮ সাল থেকে ‘পোয়েটট্রি’ নামক একটি অনিয়মিত কবিতাকাগজ সম্পাদনা করছেন। বাঙলা ও ইংরেজি উভয় ভাষায় কবিতাচর্চাকারী হেনরী বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার কবিতার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ‘প্রকৃত সারস উড়ে যায়’, ‘সার্কাসমুখরিত গ্রাম’, ‘খুনঝরা নদী’, ‘শ্রেষ্ঠ কবিতা’, ‘গোত্রভূমিকাহীন’, ‘দুঃখ এবং আরও কিছু আনন্দ’, ‘ব্রজসুন্দরীর কথা’, ‘প্রণয় সম্ভার’ এবং ‘শতরথগুঞ্জন’। 

এবারের অমর একুশে বইমেলায় ‘অর্ধশতদল’ বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। এর মূল্য ৩০০ টাকা। বইটি ৬৮৬, ৬৮৭, ৬৮৮ স্টলে পাওয়া যাচ্ছে। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর