• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮

বাংলাদেশ

আমিনুল হত্যা মামলায় পলাতক আসামির মৃত্যুদণ্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০১৮

শ্রমিক নেতা আমিনুল ইসলামকে হত্যার দায়ে পলাতক আসামি মোস্তাফিজুর রহমানের ফাঁসির রায় দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত। রোববার ছয় বছর আগে সংঘটিত ওই হত্যাকাণ্ডের আলোচিত এই মামলার রায় দেন টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার। ।

ঘটনার বিবরণে জানা যায়, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম ২০১২ সালের ৪ এপ্রিল সাভারের বাইপাইল থেকে নিখোঁজ হন। দুই দিন পর টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশ থেকে উদ্ধার করেন। ‘কোনো দাবিদার না থাকায়’ ঘাটাইল থানা পুলিশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করেন।

পরে পত্রিকায় ছাপা হওয়া লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা আমিনুলকে শনাক্ত করেন। তখন ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে টাঙ্গাইল থেকে লাশ তুলে কালিয়াকৈর থানার হিজলহাটি মৃধাপাড়া এলাকায় গ্রামের বাড়িতে দাফন করা হয় আমিনুলকে।

শ্রমিক সংগঠনগুলোর চাপের মুখে পড়ে পলাতক আসামি মোস্তাফিজুর রহমানের সন্ধান চেয়ে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads