• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮

রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শন করতে কক্সবাজার পৌঁছেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ

কক্সবাজারে জাতিসংঘের প্রতিনিধি দল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০১৮

মিয়ানমার সেনাদের নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছেছে।

শনিবার বিকেলে ২৬ সদস্যের ওই প্রতিনিধি দলটি সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখানে ইনানী সমুদ্র সৈকতের একটি হোটেলে উঠেন তারা।

সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নিরাপত্তা বাহিনী ও রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবসন কমিশনারের সঙ্গে মতবিনিময় করবেন নিরাপত্তা পরিষদের সদস্যরা।

রোহিঙ্গা সংকটের পর এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছে।

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন চলতি (এপ্রিল) মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আমেরিকান দেশ পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা।

প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল রোববার সকাল ৯টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নাইক্ষংছড়ির তুমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্ট ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর পর বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে বিমান যোগে কক্সবাজার ত্যাগ করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

সোমবার সকাল সাড়ে ৯টায় প্রতিনিধি দলের সদস্যদের গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সোমবার সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের উদ্দেশে বিমানযোগে রওনা হবেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের এ প্রতিনিধি দল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads