প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে সরকার। আমরা চাই সকলে একসঙ্গে কাজ করে দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। তাই আসুন, দেশকে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি।
আজ শনিবার বিকেলে গণভবনে স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্বদরবারে আজ যেকোনো প্রতিযোগিতায় বাংলাদেশ জয়ী হবার মত যোগ্যতা অর্জন করেছে উল্লেখ করে, সবাইকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা সারাজীবন সংগ্রাম করেছেন বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য। এই দেশে তিনি স্বাধীন করেছেন। আর স্বাধীন করেছেন বলে আজকে আমরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে একটি দেশের প্রতিনিধিত্ব করতে পারছি এবং উচ্চ পদে প্রতিযোগিতা করতে পারছি। আজ বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে বৃদ্ধি পেয়েছে। যেকোন প্রতিযোগিতা অংশ গ্রহণ করে জয়ী হওয়ার মতো সক্ষমতা অর্জন করেছি। কাজে এ ধারা আমাদের অব্যাহত রাখতে হবে।
তিনি আরো বলেন, পরিকল্পনা একটা দেশের উন্নয়নের জন্য একান্তভাবে প্রয়োজন। একটা ভিশন থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে। যে দেশটা কীভাবে এগিয়ে যাবে। আর সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আমাদের এখানকার করণীয় বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা চাই। আজকে বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে। বাঙালিরা একসময় বিদেশে গেলে সবাই বলত, বাংলাদেশ ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ…ইত্যাদি ইত্যাদি। এখন আর সে কথা কেউ বলে না। আপনারা নিশ্চয়ই বিদেশে যখন যান তখন সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। এখন বাংলাদেশ শুনলে মানুষ বলে, ‘ও…বাংলাদেশ, বাংলাদেশ তো উন্নয়নের রোল মডেল।
শেখ হাসিনা বলেন, একটা সময় বাজেট দিতে বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করা লাগতো। আর এখন বাজেটের ৯০ ভাগ আসে নিজস্ব অর্থায়ন থেকে। দেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ ভাগ ছাড়িয়ে গেছে। আর মুদ্রাস্ফীতি করে ৫ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। বর্তমানে মানুষের মাথাপিছু আয় ১৭৫১ মার্কিন ডলার।
প্রধানমন্ত্রী বলেন, যে জাতি দেশের জন্য জীবন দিতে পারে তারা কখনো পিছিয়ে থাকতে পারে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে। আজকে সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে গেছে।
তিনি বলেন, দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। পরে আন্তর্জাতিক সম্প্রদায় সার্টিফাই করেছে বিশ্বব্যাংকের অভিযোগ ভুয়া, মিথ্যা।
শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বিদ্যুৎ উৎপাদনে মনোনিবেশ করি। কিন্তু ২০০৮ সালে ফের ক্ষমতায় এসে দেখলাম বিদ্যুৎ উৎপাদন যেখানে রেখে গিয়েছিলাম সেখান থেকে কমে গেছে। আমি বুঝলাম না কিভাবে সেটি কমে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ফের বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম। যার ফলে বর্তমানে ৯৩ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায়। ২০২১ সালে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিল চেয়ারপারসন লায়ন মো. আমিনুল ইসলাম লিটন এমজেএফ। এ ছাড়াও বক্তব্য রাখেন সাবেক আন্তর্জাতিক পরিচালক শেখ কবীর হোসেন।
৩ জুলাই ২০১৮ আমেরিকার লাস ভেগাসে বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল’র ১০১তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২১০টি দেশের ডেলিগেটদের ভোটে লায়ন কাজী আকরাম উদ্দিন আহমদ (পিএমজেএফ) আন্তর্জাতিক পরিচালক নির্বাচিত হন।