Logo
Logo

বিএনপি

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

Icon

বাসস

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০২:৩৯

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে বিদেশে যোগাযোগ চলছে।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানান, ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পরে তৃতীয় একটি দেশে ‘মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে’ নেওয়া হবে। 

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার ওপর নির্ভর করে আমরা যাতে অতি দ্রুত তাকে বিদেশে মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে নিয়ে যেতে পারি সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। এরই অংশ হিসেবে আমরা ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’র ভাড়া করার জন্য কাজ শুরু করেছি। তাদের সঙ্গে যোগাযোগ চলছে।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর