উপদেষ্টা নাহিদের বক্তব্যকে রাজনীতিবিরোধী বললেন ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭
ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের যে বক্তব্যে দিয়েছেন, তা রাজনীতিবিরোধী। আমি জানি না, আসলে উনি কী উদ্দেশ্যে এটা বলেছেন। কিন্তু ওনার এই বক্তব্য রাজনীতিবিরোধী বক্তব্য। আমি আশা করি না যে তাঁরা এ ধরনের বক্তব্য রাখবেন।’
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারের প্রতি রাজনৈতিক দলের সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো সব সময়ই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। এই সমর্থনের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা।’
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি ১৫ বছর ধরে। আমরা লড়াই করেছি। ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তারও আগে ২০১৬ সালে আমরা ভিশন ২০২৩ দিয়েছিলাম। এবং আমরা এখনো বলছি, ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দিতে। এই জন্য যে, বাংলাদেশে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং।’
তারেক রহমানের বার্তা বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা হচ্ছে, আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ, ফটক—সেই ফটক নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’
সফর সম্পর্কে তিনি বলেন, ‘যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম, তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। সফর ফলপ্রসূ হয়েছে।’
ডিআর/এমজে