Logo
Logo

রাজনীতি

মামলা শেষ হলে ফিরবেন তারেক রহমান

Icon

বাসস

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:২০

মামলা শেষ হলে ফিরবেন তারেক রহমান

লন্ডন থেকে সস্ত্রীক দেশে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার বা আদালতের মাধ্যমে শেষ হলে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘উনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন।’

তিনি বলেন, ‘আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম তা ফলপ্রসূ হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, তাদের আয়োজনে বিভিন্ন সভায়ও যোগ দিয়েছি।

লন্ডনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘লন্ডন সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনারা (দেশবাসী) ধৈর্য ধারণ করুন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে, এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে অবশ্যই সবাইকে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচন- তার জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর