Logo
Logo

রাজনীতি

অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৫

অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

ছবি : বাংলাদেশের খবর

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন।

বর্তমানে মির্জা ফখরুল অনেকটা সুস্থ আছেন বলে গণমাধ্যমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল তার সঙ্গে আছেন।’

হাসান ভুঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর