বিজয় ছিনিয়ে নিতে দেওয়া হবে না : রুহুল কবির রিজভী
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪
কেরানীগঞ্জে বিজয় র্যালি শেষে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : বাংলাদেশের খবর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব। আমাদের বিজয় ছিনিয়ে নিতে দেওয়া হবে না।
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিজয় র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের পতাকা ও সমৃদ্ধির জন্য যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, তা বাস্তবায়িত হয়েছিল। হাজার বছরের মুক্তির সংগ্রামে দেশের বীর মুক্তিযোদ্ধারা অগ্রজ পুরুষরা জীবন দিয়ে বিজয় অর্জন করেছেন। কিন্তু সেই বিজয়কে কেউ ছিনিয়ে নিতে পারবেন না।’
তিনি আরও বলেন, স্বাধীনতার পরও অনেককে জীবন দিতে হয়েছে, তবে দেশের মানুষ একসাথে স্বাধীনতা রক্ষা করেছে।
তিনি শেখ হাসিনার শাসনের কঠোর সমালোচনা করে বলেন, ‘আজকের এই উত্তাল মানুষের ঢেউ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী ইঙ্গিত।’
এসময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট নাজিম উদ্দীন মাস্টার, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দিদ আলী বাবু, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদসহ আরও অনেকে।
এরশাদ হোসেন/এআরএস