Logo
Logo

রাজনীতি

আগে সংসার না কি সংস্কার? প্রশ্ন আলালের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:০২

আগে সংসার না কি সংস্কার? প্রশ্ন আলালের

আগে সংসার না কি সংস্কার? প্রশ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের। তিনি বলেন, ‘মানুষের সংসার আর চলছে না। সংসার চালাতে মানুষ হিশশিম খাচ্ছে৷ সংস্কার নিয়ে মানুষের মাথাব্যাথা নেই।’

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, লুৎফুর জামান বাবর ও সাবেক ছাত্রনেতা জাকির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সরকারের উদ্দেশে আলাল বলেন, ‘আপনারা যে সংস্কারের কথা বলছেন, মানুষ তা নিয়ে ভাবছে না। কারণ বাজারে গেলে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সংসারের চাকা থেমে যাচ্ছে।’ 

তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকারের করা মিথ্যা মামলা নিয়ে আপনাদের মাথা নেই। যেসব মামলায় একতরফা বিচার করেছে তারা। আমরা এ সরকারের কাছে ন্যায়বিচার চাই।’

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা কেন তুলে নেওয়া হচ্ছে না?- প্রশ্ন করে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে দুই কোটি টাকার মামলায় যে বিচারক সাজার রায় দিয়েছিলেন, তাকে প্রমোশন দিয়েছে আওয়ামী লীগ। অথচ আমরা জানি, নিম্ন আদালতের দেওয়া সাজার রায় উচ্চ আদালতে নেওয়ার পরে সেই সাজা কমিয়ে দেয়া হয়। সেখানে খালেদা জিয়ার সাজা দিগুণ করা হয়েছে। সেই জজকেও এপিলেট ডিভিশিনের বিচারপতি হিসেবে প্রমোশন দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি বিচারক ওবায়দুল হাসানকে দিয়ে স্বৈরাচার হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।’

আইন উপদেষ্টার কাছ থেকে মানুষ ন্যায়বিচার প্রতাশ্যা রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, লুৎফুর জামান বাবর, জাকির খানদের কি অপরাধ?  তাদের কেন মুক্তি দেওয়া হচ্ছে না।’ তাদের বিষয়ে আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনারা জনগণের প্রত্যাশা নিয়ে কাজ করছেন না কেন? দেশের মানুষ  স্বাভাবিক জীবনধারণের জন্য আপনাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু আপনারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। সীমান্ত হত্যা বন্ধ করতে পারছেন না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। আমরা এখনো অনেকের বিষয়ে জানি, যারা সরাসরি হাসিনার উদ্দেশ্য বাস্তবায়নে প্রশাসনের হয়ে কাজ করেছে। তারা এখনো প্রশাসনে লুকিয়ে আছেন, তাদের কেন বের করতে পারছেন না।’

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘যদি সরাতে না পারেন, তাহলে আমাদের মিছিল দীর্ঘ হবে। জেলায় জেলায় যাবে বিএনপি।  এ দেশের তরুণসমাজ কিছুদিন আগেও গণভবনে গিয়ে কিংবা রাজপথে দেখিয়েছে তারা মরতে জানে, তাদেরকে মারা যায় না।’

শেখ হাসিনার উদ্দেশে আলাল বলেন, ‘আপনি খালেদা জিয়াকে বাসা ছাড়া করেছেন, এখন আপনারাই দেশ ছাড়া হয়েছেন জুলাই বিপ্লবের মাধ্যমে।’

বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেই জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার আহ্বান করেন তিনি। একইসাথে জেলহাজতে থাকা বিএনপি নেতাদেরও মুক্তির দাবি জানান আলাল।

এমএমএন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর