Logo

ক্যাম্পাস

চবিতে ফজলুল কাদের চৌধুরীর নামে হল নির্মাণের প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৭

চবিতে ফজলুল কাদের চৌধুরীর নামে হল নির্মাণের প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে ছাত্রদের একটি হল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ষোলশহর রেলস্টেশনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা, সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নয়ন কৃষ্ণ সাহা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল রানা ও চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ।

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়ন নেতারা বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্মিতব্য আবাসিক হলের নাম যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরীর নামে রাখার সিদ্ধান্ত হয়েছে। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে হত্যা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। ফজলুল কাদের চৌধুরী ও তার পুত্র রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলে পাকিস্তানি বাহিনীর প্রধানতম দালাল হয়ে কাজ করেছিলেন।’

নেতারা আরও বলেন, ‘ফজলুল কাদের চৌধুরীর গুডস হিলের বাড়িটি চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রম, আত্মত্যাগ ও কঠিন লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। যে মানুষটি কখনো চায়নি বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের জন্ম হোক এবং যিনি সরাসরি মুক্তিযোদ্ধাদের হত্যার সাথে জড়িত ছিলেন তার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন নির্মিতব্য আবাসিক হলের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক।’

তারা আরও বলেন, ‘যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দেশের স্বাধীনতাবিরোধীদের প্রতিস্থাপন করার চেষ্টা করবে তাদেরকে এর পরিণাম ভোগ করতে প্রস্তুত থাকতে হবে। অবিলম্বে প্রস্তাবিত আবাসিক হলের নাম স্বাধীনতাবিরোধী ফজলুল কাদের চৌধুরীর নাম বাতিল করে হলের নাম স্যার জামাল নজরুল ইসলামের নামে ঘোষণা করতে হবে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর