Logo

ক্যাম্পাস

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সুস্থ পরিবেশ দরকার : রিজওয়ানা হাসান

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২১

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সুস্থ পরিবেশ দরকার : রিজওয়ানা হাসান

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সুস্থ পরিবেশ দরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সুস্থ পরিবেশ দরকার। সুস্থ পরিবেশ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকালে কেন্দ্রীয় খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন।আয়োজক কমিটির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান স্বাগত বক্তব্য দেন। 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

এমএমআই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর