Logo

ক্যাম্পাস

জবি শিবিরের ব্যতিক্রমী উদ্যোগ, ভর্তিচ্ছুদের ‘খেজুর’ উপহার

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪

জবি শিবিরের ব্যতিক্রমী উদ্যোগ, ভর্তিচ্ছুদের ‘খেজুর’ উপহার

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের খেজুর খাইয়ে আপ্যায়ন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদের 'সি' ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীদের এই আপ্যায়ন করানো হয়। 

জবি শাখা ছাত্রশিবিরের একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে, তারা মোট ২০০ কেজি খেজুরের ব্যবস্থা করেছেন। বিশ্ববিদ্যালয়ের তিনটি ফটক ও বাহাদুর শাহ পার্কে বসানো মোট চারটি বুথ থেকে এই খেজুর বিতরণ করেন তারা। 

এ বিষয়ে বুথের দায়িত্বে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ বলেন, ‘অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। তাই তেল জাতীয় খাবার স্বাস্থ্যসম্মত না। অনেকে সকালে না খেয়ে পরীক্ষা দিতে আসেন। এক্ষেত্রে তিন-চারটা খেজুর খেলে শরীরে মোটামুটি শক্তি আসে৷ এছাড়াও বাহাদুর শাহ পার্কে অভিভাবকদের জন্য সামিয়ানার (ছাউনি) ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের মোবাইল ও ব্যাগ জমা রাখা হচ্ছে।’ 

আব্দুল হালিম নামে এক অভিভাবক বলেন, ‘ছাত্রশিবিরের এই মহৎ উদ্যোগ ও ব্যতিক্রমী আয়োজন দেখে আমি অভিভূত। তারা সুন্নতি খাবার খেজুর বিতরণ করছে। শিক্ষার্থীদের ডিভাইস সমূহ জমা রাখছে, হলের আসন খুঁজে দিচ্ছে। এটাই মানবতা, এটাই মানুষের ধর্ম।’ 

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর