Logo

ক্যাম্পাস

‘সি’ ইউনিটের মাধ্যমে শেষ হলো জবির ভর্তি পরীক্ষা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬

‘সি’ ইউনিটের মাধ্যমে শেষ হলো জবির ভর্তি পরীক্ষা

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার পঞ্চম দিনে ব্যবসায় শিক্ষা ‘সি’ ইউনিটের পরীক্ষা মাধ্যমে শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন সি-ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়। সকালে প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯ টা ৪৫ মিনিটে শুরু হয়ে ১০ টা ৪৫ মিনিটে শেষ হয়। দ্বিতীয় শিফটের পরীক্ষা নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর শুরু হয়। এ শিফটের পরীক্ষা বিকাল ৩ টা ৪৫ মিনিটে শুরু হয়ে ৪টা ৪৫ মিনিটে শেষ হয়।

প্রথম শিফটে আসন বিন্যাস করা হয় ৮ হাজার ৮৬ জন শিক্ষার্থীর। উপস্থিত ছিল ৭ হাজার ৩৬০ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩২৬ শিক্ষার্থী। উপস্থিতি ছিল ৮৪ দশমিক ৭৪ শতাংশ। দ্বিতীয় শিফটে আসন বিন্যাস করা হয় ১১ হাজার ৪৩১ শিক্ষার্থীর। উপস্থিত ছিল ৮ হাজার ৮৩০ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৬০১ শিক্ষার্থী। উপস্থিতি ছিল ৭৭ দশমিক ২৫ শতাংশ। দুই শিফটে মোট ৮০ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সি-ইউনিটে আসন সংখ্যা ৫২০টি। আবেদন করেছে ২০ হাজার ১১২ জন শিক্ষার্থী। একটি আসনের বিপরীতে প্রতিযোগী ৩৯ শিক্ষার্থী।

এদিন সকাল ১১টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আজ 'সি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে সকল ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হচ্ছে। আশা করি রমজানের মধ্যেই সকল ইউনিটের ফল প্রকাশ করা সম্ভব হবে এবং রমজানের পরেই আমরা ভর্তি কার্যক্রম শুরু করব।

এর আগে গত ৩১ জানুয়ারি ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ১৪ দিন পর ১৫ ফেব্রুয়ারি ই-ইউনিটের ফল প্রকাশ করা হয়। ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দীর্ঘ চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর, লিখিত অংশের জন্য ৪৮ নম্বর বরাদ্দ। পাশাপাশি এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর গগনা করা হবে।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর