Logo

ক্যাম্পাস

শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:০৮

শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি সোজা সড়ক দিয়ে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘আমরা আজকের এই হত্যাকাণ্ড সম্পর্কে যতটুকু জেনেছি, এর পেছনে বৃহৎ সন্ত্রাসীগোষ্ঠী কাজ করছে। এই সন্ত্রাসীদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয় এবং আইনের আওতায় না আনা হয় তাহলে পরবর্তীতে এমন কার্যক্রম আরও হতে পারে।’

তিনি আর বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই সংকটজনক। পরবর্তীতে অবস্থা  আরও সংকটজনক হতে পারে। পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।

আমানউল্লাহ খান/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর