রাবিতে ক্রিকেট খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ২০:০৬
ক্রিকেট খেলতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীর নাম সিয়াম আহমেদ (২৩)। তার বাসা চাঁপাইনবাবগঞ্জ।
রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদ বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে ক্রিকেট খেলার সময় হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলে বন্ধুরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন।
রামেকের মিডিয়া অফিসার ড. শঙ্কর এ ঘটনা নিশ্চিত করে বলেন, 'আনুমানিক ৪টার দিকে জরুরি বিভাগে তাকে আনা হয় এবং কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা যতটুকু জেনেছি শিক্ষার্থী খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অচেতন হয়ে যান। তার সহপাঠীরা তাকে নিয়ে আসেন, তখন তিনি মৃত অবস্থায় ছিলেন। তার এখনো কোনো অভিভাবক আসেনি। সে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাই আমরা বিভাগের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হবে।'
আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাহাল উদ্দিন জানান, খেলা চলাকালে সিয়াম হঠাৎ পড়ে যায়। তখন সবাই ধরে তাকে রাবি চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। পরে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়।
এশার নামাজের পর রাবির কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
কামরুজ্জামান ফাহাদ/এমএইচএস