দালালচক্রের দুই গ্রুপের সংঘর্ষ, ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৫৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহাদাত হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আধিপত্য বিস্তার এবং জরুরি বিভাগের আইসিইউতে রোগী ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে দালালচক্রের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শাহাদাত হোসেনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এমএমআই/এমআই