জাবি ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন

জাবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ বর্তমান আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি ও একাধিক অভিযোগ তুলে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে। তারা শাখা কমিটির বিলুপ্তি এবং অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই দাবির পক্ষে অবস্থান নেন। সংবাদ সম্মেলনের পর একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
তাদের অন্য দাবিগুলো হলো, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল কতৃক আয়োজিত হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন কর্মসূচির অর্থ কেলেঙ্কারির তদন্ত করে দোষীদের সাংগঠনিকভাবে বহিষ্কার করতে হবে, কমিটির সকল সদস্যদের যাচাই-বাছাই করে ছাত্রদলের আদর্শবিরোধী কোনো ব্যক্তি যাতে না থাকতে পারে তা নিশ্চিত করতে হবে এবং ছাত্রদলের ভাবমূর্তি রক্ষার্থে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে।
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা শাখা কমিটির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তারা বলেন, কেন্দ্রীয় অনুমোদন ছাড়াই একজন আওয়ামী ঘরানার সাবেক এমপি থেকে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকার বাজেট নিয়ে হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রাম আয়োজনের সিদ্ধান্ত হয়। তবে, কমিটির নেতৃবৃন্দ প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা উদ্বৃত্ত রেখে তা ভাগ-বাটোয়ারা করেন।
এ ছাড়া, ১৭৭ সদস্যের বর্তমান আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৩ জন সদস্যের সংশ্লিষ্টতা স্পষ্ট হয়েছে। তারা আরও বলেন, আহ্বায়ক কমিটি ৯০ দিনের মধ্যে কাউন্সিল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোন পরিচিতি সভা, আলোচনা বা সংহতি প্রোগ্রাম আয়োজন করা হয়নি।
নেতাকর্মীরা শাখা ছাত্রদলের বর্তমান কার্যক্রমের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করে এবং শীঘ্রই প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছ করার দাবি জানিয়েছেন।
- আমানউল্লাহ খান/এটিআর