Logo

ক্যাম্পাস

কুবির ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে ৫৪ জন

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৪:৪৮

কুবির ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বে ৫৪ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। এই ইউনিটে আবেদনকারীদের ভিড় চোখে পড়ার মতো। আসনপ্রতি লড়বেন গড়ে ৫৪ জন শিক্ষার্থী।

আজ (শুক্রবার) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি। সেই হিসেবে আসন প্রতি লড়বে ৫৪ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ক্যাম্পাস ও এর আশপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ছাত্রসংগঠন, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন এবং নিজস্ব স্বেচ্ছাসেবী দল পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত রয়েছে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, আমরা অনেকদিন পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছি, সেক্ষেত্রে আগের পরীক্ষায় টুকটাক যে ভুল হয়েছিল; সেগুলো যেন এখন আর না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের শহরের কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, গত ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়টিতে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর