কুবির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থী বহিষ্কার

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২০:৩০
-680b9c6b60cc9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'বি' ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত এই পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া (উচ্চ মাধ্যমিক শাখা) কেন্দ্র থেকে এই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে নিশ্চিত করেছেন 'বি' ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।
জানা যায়, পরীক্ষা শুরুর প্রথম থেকেই ওই শিক্ষার্থী সন্দেহজনক আচরণ করতে থাকে। পরীক্ষা শুরুর ১০ মিনিটের মধ্য থেকেই তার শরীর খারাপ, স্যালাইন লাগবে, পেট ব্যথা করছে এবং শৌচাগারে যেতে চান বলে নানান আচরণ করতে থাকেন। এক পর্যায়ে হল পরিদর্শকের অনুমতিতে বিএনসিসি, রোভার স্কাউটের দুইজন সাথে নিয়ে তাকে শৌচাগারে পাঠানো হয়। এরপর শৌচাগার থেকে আসার পর তাকে চেক করা হলে তার কাছে মোবাইল এবং প্রশ্নপত্র পাওয়া যায়।
এ বিষয়ে কেন্দ্র প্রধান ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, 'কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমি ছিলাম এবং রুম সমন্বয়ক আমরা তিন জন মিলে আরও পরিদর্শক যারা ছিলেন তাদের সুপারিশক্রমে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।'
এ ব্যাপারে 'বি' ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'আলহামদুলিল্লাহ! যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দূরদর্শিতার ফলে বিএনসিসি এবং রোভার স্কাউটদের মাধ্যমে চেকের পর তার সাথে থাকা মোবাইল শনাক্ত করা হয় এবং শৌচাগারে সে প্রশ্নপত্র নিয়েই প্রবেশ করেছিল। ফলে সে হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠিয়েও দিতে পারতো। এমন অবস্থায় তাকে বহিষ্কার করা হয়।'
রিফাত/এমআই