Logo
Logo

ক্যাম্পাস

গুমের শিকার দুই ইবি শিক্ষার্থীকে ফেরত চেয়ে মানববন্ধন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ২০:২০

গুমের শিকার দুই ইবি শিক্ষার্থীকে ফেরত চেয়ে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার সাভার এলাকা থেকে গুমের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে ফেরত চেয়ে তদন্ত কমিটি গঠন করার দাবি জানানো হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ১২ বছর আগে গুম হওয়া দুই শিক্ষার্থীকে ফেরত চেয়ে ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সার্পোট সোসাইটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, গুমের শিকার দুই শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হলেও স্বৈরাচার সরকারের কারণে তা সম্ভব হয়নি। তারা কী অবস্থায় আছে জানা নেই। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে তাদের সন্ধান করে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হোক।

গুমের শিকার শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আল ফিকাহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল-মুকাদ্দাস ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ  বিভাগের শিক্ষার্থী মো. ওয়ালিউল্লাহ। তারা উভয় শাখা ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি সাভারের নবীনগর এলাকা থেকে নিখোঁজ হয়। তাদেরকে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ পরিবহন নামের এক বাস থেকে র‍্যাব ও ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় বলে জানা যায়।

এইএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর