বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:০০
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী, মুন্সী শামস উদ্দিন আহমেদ লিটন, মো. বায়োজীদ বোস্তামী, নাজমুস সায়াদাত, মো. তহা, মোহাম্মাদ সাইফুল ইসলাম, গোপাল চন্দ্র দেবনাথ, আলাউদ্দিন জসীম ও মো. আনিসুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, আজ আমাদের জাতীয় জীবনের একটি শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মেতে ওঠে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। কিন্তু তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা।
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন তাদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছে।