হাসিনার দোসরদের অপতৎপরতার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫৯
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা ও সারা দেশে শেখ হাসিনার দোসরদের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে এলটি বিক্ষোভ মিছিল বের হয়। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় সমাবেশ হয়।
এ সময় শিক্ষার্থীরা, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের ঠিকানা এই ক্যাম্পাসসে হবে ন ‘ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশ বক্তরা বলেন, ‘সারাদেশে আওয়ামী দোসররা অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।’
গত শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগোর কয়েকজন নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তারই প্রতিবাদে এ বিক্ষোভ হয়।
মাসুম শাহরিয়ার/এমজে