Logo
Logo

ক্যাম্পাস

ইবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০

ইবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর)  সকাল ১০ টায় প্রশাসন ভবন এবং হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী পতাকা উত্তোলন করেন। এরপর বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপাচার্য প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল সোয়া ১০ টায় আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 'মুক্ত বাংলা' ভাস্কর্যে সমবেত হয়। সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদদের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া, ১৫ ও ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয় এবং আবাসিক হলসমূহে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।

মাসুম শাহরিয়ার/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর