ইবিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশে হয়।
এসময় শিক্ষার্থীদের হাতে, ‘গুচ্ছ থেকে বেরিয়ে আসতে হবে, ইবির নিজস্বতা বজায় রাখুন, অন্যরা যখন স্বতন্ত্রে ইবি কেন গুচ্ছে, স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চাইসহ বিভিন্ন লেখা সম্মিলিত প্লেকার্ড দেখা যায়।’
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ভোগান্তি নিরসনের কারণে গুচ্ছ পদ্ধতি চালু হলেও এর কারণে ভোগান্তি বেড়েছে। বিশ্ববিদ্যালয়গুলো অঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্বতা নষ্ট হয়েছে। অবিলম্বে গুচ্ছ থেকে বেরিয়ে আসতে হবে।’
মাসুম শাহরিয়ার/এমজে