ইবিতে আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র ও ফ্যাকাল্টি রিসার্চ সেন্টার হবে
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র ও ফ্যাকাল্টি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ডিনস কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষনা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র করার লক্ষে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করার জন্য আইআইইআর পরিচালককে বলা হয়েছে। এখানে আইইএলটিএস’র পরীক্ষাকেন্দ্র করলে অনেকেই অনুপ্রাণিত হবেন। আমরা নিয়মিতভাবে জার্নাল বের করার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে, এটিকে নিজের বিশ্ববিদ্যালয় হিসেবে চিন্তায় ধারণ করে আমি সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য সকলের সঙ্গে কাজ করে যেতে চাই।’
তিনি ছাত্রদের একাডেমিক সমস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানে তৎপর থাকার জন্য ডিন এবং সভাপতিবৃন্দের প্রতি আহ্বান জানান।
ডিনস কমিটির আহ্বায়ক ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সংবর্ধিত বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
মাসুম শাহরিয়ার/এমজে