আদিবাসী সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাবিতে মানববন্ধন
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:৫৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, রাজশাহী বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার অ্যাকাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু’র অপসারণ এবং নব নিযুক্ত পরিচালক হরেন্দ্র নাথ সিং-এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করে আদিবাসী ছাত্র পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা 'আমরা আদিবাসী', 'আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই', 'ষড়যন্ত্রকারী বেনজামিন টুডুর শাস্তি চাই', 'বৃত্তির টাকা লোপাটকারি বেনজামিন টুডুর অপসারণ চাই', 'ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার অ্যাকাডেমির নাম আদিবাসী কালচার একাডেমি চাই', 'আদিবাসীদের জন্য নতুন ভূমি কমিশন গঠন করতে হবে' –এই ধরনের নানা দাবির প্লাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে যোগ দিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল গজাড় বলেন, 'দীর্ঘদিন ধরে অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে আদিবাসী ছাত্ররা। হরেন্দ্র নাথ সিং এর বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ নিয়ে এসেছেন তাদেরকে আমরা ধিক্কার জানায়। বেনজামিন টুডুর ছত্রছায়ায় আপনারা যারা একজন যোগ্য ব্যক্তির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন তারা কীসের ভিত্তিতে এসব করেন আমাদের সব জানা আছে।'
এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল গজাড় বলেন, আদিবাসী ছাত্ররা দীর্ঘদিন ধরে অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। হরেন্দ্র নাথ সিংয়ের বিরুদ্ধে যাদের মিথ্যা অভিযোগ এনেছেন, তাদের আমরা ধিক্কার জানাই।
রাজশাহী জেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস বলেন, যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই, তবে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পাহাড়ে যেসব হামলা হয়েছে তার বিচার করতে হবে। সমতলে ভূমি সমস্যা সমাধানের জন্য ভূমি কমিশন গঠন করতে হবে। আদিবাসীদের জন্য আমরা যে কালচারাল একাডেমি চেয়েছিলাম, তার নাম পরিবর্তন করে 'আদিবাসী কালচার একাডেমি' রাখা হোক।
ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন বলেন, ৫ আগস্টের পূর্ববর্তী বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। স্বাধীনতা যুদ্ধের সময় পাহাড়ি-সমতল সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়েছিল। ১৯৭১ সালে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি সংসদে উঠেছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান তা প্রত্যাখ্যান করেছিলেন। এখন সময় এসেছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার।
রাবি আদিবাসী ছাত্র পরিষদের সদস্য স্বপন তিগ্যার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি বিজয় চাকমা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শীত কুমার উরাও, কেন্দ্র কমিটির দপ্তর সম্পাদক রমেন পাহান প্রমুখ।
এমবি