Logo
Logo

ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:১৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ইউনিভার্সিটির ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডীন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল’ অনুষদের ডীন প্রফেসর মো. হুমায়ুন কবির এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তারা।

মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সুযোগ-সুবিধা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে সরাসরি জানতে পারছেন। শিক্ষার্থীরা সিনিয়র অধ্যাপকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক তথ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি মেলায় অংশগ্রহণকারীরা এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর ভিত্তি করে সর্বনিম্ন ২০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ ভাগ কোর্স ফি মওকুফের সুযোগ পাবেন। এছাড়া মেলা চলাকালে অতিরিক্ত পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভর্তির বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শেষ হবে আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)।

এইচকে/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর