Logo
Logo

ক্যাম্পাস

জবিতে আইডি কার্ডসহ প্রবেশের নির্দেশ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮

জবিতে আইডি কার্ডসহ প্রবেশের নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হলো। শীতকালীন ছুটি পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরু হবে রবিবার (২৯ ডিসেম্বর) থেকে। এদিন থেকে নোটিশ কার্যকর হবে। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ক্যাম্পাসে বিগত কয়েকদিন ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রকাশ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। আমরা সংঘাতের আশঙ্কা করছি। সংঘর্ষ রুখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে আমরা শিক্ষার্থীদের শনাক্ত করতে পারি এবং শিক্ষার্থীরা প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে না পারে। 

তিনি আরও বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থীদের একত্রে এগিয়ে আসতে হবে। 

জেএন/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর