ছাত্রদল নেতার বিরুদ্ধে জবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
জবি প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯
অভিযুক্ত ছাত্রদল নেতা রায়হান। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের হট্টগোলের ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ছাত্রদল নেতা তাকে মারধর করেছেন বলেন অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহান।
বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ভবনে এ ঘটনা ঘটে বলে।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমি আইইআর-এর দুই তলায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছিলাম। নিচে ছাত্রদলের ছেলেরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল। আমার হাতে ফোন ছিল। এটা দেখে ওনারা নিচ থেকে দোতলায় উঠে আমাকে চড়-থাপ্পড়, লাথি দেয়। পরে আমি কান্না করতে করতে নিচে চলে আসি।’
অভিযোগ করে ওই শিক্ষার্থী আরও বলেন, ‘তারা যখন আমাকে মেরেছে তখন আমি বারবার বলছিলাম আমার ফোন চেক করে দেখেন কোথাও ছবি আছে কি-না। ছবি থাকলে আপনারা আমারে মাইরেন। কিন্ত তারা আমার কথা শোনেনি। বিশেষ করে রায়হান নামের একজন খুবই বাজে ব্যবহার করেছে। ওখানে আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল তাকেও মারতে গিয়েছিল ওরা।’
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘বারবার বলছি, আমি জগন্নাথের স্টুডেন্ট। বাইরের কেউ না। তারা মনে করেছে আমি ক্যাম্পাসের বাইরের টোকাই কেউ। তারা যখন আমাকে মারে, মনে হচ্ছিল আমি জগন্নাথের কেউ না।’
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদলের সাবেক কমিটির সদস্য রায়হান বলেন, ‘আমরা নিজেরা নিজদের বিষয় নিয়ে কথা বলছিলাম। তখন কয়েকজন দেখে যে ওই ছেলের ফোন এমনভাবে রাখা যে মনে হচ্ছিল ভিডিও করছে। তখন আমাদের কয়েকজন উপরে যায়। আমি পরে যায়। তার সাথে কথা কাটাকাটি হয়। এ সময় আমরা যখন জিজ্ঞেস করি সে ভিডিও করছিল কি-না তখন সেও আমাদের দিকে তেড়ে আসে।’
মারধরের বিষয়ে তিনি বলেন, ‘ওই পরিস্থিতিতে হয়তো তার গায়ে হাত-পা লেগে যেতে পারে। আমি যখন জেনেছি সে ক্যাম্পাসেরই তখন তার কাছে গিয়ে সরি বলেছি।’
জানা যায়, অভিযুক্ত সদস্য রায়হান জবি ছাত্রদলের সাবেক কমিটির সদস্য এবং শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার অনুসারী।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত না। ভুক্তভোগী আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। সে অভিযোগ করলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব।’
জান্নাতুন নাইম/এমজে