বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার আয়োজনে আট দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব ২০২৫ শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে উৎসবটি শুরু হয়। এটি চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টল খোলা থাকবে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে উপরে কাপড়ের ছাউনি দিয়ে বড় একটি প্যান্ডেল বানানো হয়েছে। এর চারদিকে টেবিল দিয়ে বানানো হয়েছে স্টল। সেখানে বই, ডায়েরি, ক্যালেন্ডার, ইয়ার প্ল্যানার, চাবির রিং, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সাজানো রয়েছে। সেখান থেকে পছন্দ অনুযায়ী জিনিস ক্রয় করছেন শিক্ষার্থীরা।
উৎসবস্থলে কথা হয় ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবীর সঙ্গে। তিনি বলেন, ‘আজকে আমি ক্লাস শেষ করে বুদ্ধিজীবী চত্বরে এসে দেখি, ছাত্রশিবিরের আয়োজনে একটি অনুষ্ঠান হচ্ছে। এখানে ২৪ বিপ্লব থেকে শুরু করে তাদের সংগঠনের বিভিন্ন প্রকাশনা ও বই দেখতে পাচ্ছি। এগুলো তারা অল্প মূল্যে বিক্রি করছেন। তাদের এই উদ্যোগ দেখে ভালো লাগছে।’
প্রকাশনা উৎসবের বিষয়ে রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা এরকম কোনো অনুষ্ঠান করতে পারিনি। তারা আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। আমাদের প্রকাশনাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতেই এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছি।’
তিনি আরও বলেন, ‘প্রতিবছরই আমাদের প্রকাশনার একটা নির্দিষ্ট বিষয় থাকে। এ বছর আমাদের প্রকাশনার বিষয় হিসেবে রয়েছে ছাত্র-জনতার জুলাই বিপ্লব। এ ছাড়া, আমাদের প্রকাশনাগুলোতে কুরআন-হাদিসের বাণী ও বিখ্যাত ব্যক্তিদের উক্তি উল্লেখ থাকে। এগুলো শিক্ষার্থী ভাইবোনদের মাঝে ইসলামি মূল্যবোধ সৃষ্টি করে থাকে।’
এমজে