Logo
Logo

ক্যাম্পাস

আবাসন সংকট নিরসনে অনশনের ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯

আবাসন সংকট নিরসনে অনশনের ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছেন নারী শিক্ষার্থীরা।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এতে জানানো হয়, সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে প্রথম বর্ষের আবাসনবঞ্চিত শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু। তিনি জানান, গত ২৯ ডিসেম্বর উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সেখানে উল্লেখ করা সাতটি দাবি হলো:

প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা। অবিলম্বে অমানবিক গণরুম প্রথা বিলুপ্ত করা। নতুন হল চালু না হওয়া পর্যন্ত ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অস্থায়ী আবাসনের ব্যবস্থা। নতুন হল মূল ক্যাম্পাসের ভেতরেই নির্মাণ ও দ্রুত নির্মাণকাজ শুরু। অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশ ও ডাইনিং সুবিধা নিশ্চিত করা। প্রতিটি হলে ডাবলিং প্রথা তুলে দিয়ে আবাসন ব্যবস্থা উন্নত করা। মৈত্রী ও বঙ্গমাতা হলকে মূল ক্যাম্পাসে স্থানান্তর।

নতুন হল নির্মাণে তিন বছরের একটি মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, অস্থায়ী সিট সংকট সমাধানে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

নারী শিক্ষার্থীরা জানান, ঢাকা ও আশপাশের অনিরাপদ পরিবেশে থেকে শিক্ষাজীবন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নারীবান্ধব আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর