Logo
Logo

ক্যাম্পাস

রাষ্ট্র সংস্কারে কাজ করছে ১১ ছায়া সংস্কার কমিশন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৩৫

রাষ্ট্র সংস্কারে কাজ করছে ১১ ছায়া সংস্কার কমিশন

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন (পিএসআরএফ) এবং রাষ্ট্রবিজ্ঞানের সচেতন শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে ছায়া সংস্কার কমিশনের চতুর্থ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় ১১টি ছায়া সংস্কার কমিশনের সদস্যরা গত ৪ মাস ধরে কাজ করছেন।

ছায়া সংস্কার কমিশনের আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে দেশের রাষ্ট্রব্যবস্থা সংস্কার করা, যাতে তা নাগরিকবান্ধব এবং দীর্ঘমেয়াদি টেকসই হয়।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসিমা খাতুন এবং অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা এবং এই ছায়া কমিশনগুলোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

এছাড়া, ছায়া সংস্কার কমিশনগুলো বিভিন্ন বিষয়ের ওপর কাজ করছে। রাজনৈতিক দলব্যবস্থা সংস্কার, দায়িত্বশীল শাসন বিভাগের প্রতিষ্ঠা এবং নির্বাচন সংস্কারের বিষয়ে প্রস্তাবনা।

বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই কমিশনগুলো জাতীয় সংকটের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় উল্লেখ করা হয়, রাষ্ট্র সংস্কার যেহেতু দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া, তাই ছায়া কমিশনগুলোর দীর্ঘ মেয়াদী পরিকল্পনাও রয়েছে। দীর্ঘ সময়ে সংস্কার কমিশনগুলোর নিজস্ব এরিয়াতে জাতীয় প্রয়োজনে এবং সংকটে এক্সপার্ট অপিনিয়ন দিবে। উদাহরণ স্বরূপ, নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিলে ছায়া নির্বাচন সংস্কার কমিশন কাজ করবে।প্রাথমিকভাবে ২০ বছরের কর্ম পরিকল্পনা নিয়ে ছায়া সংস্কার কমিশন কাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসিমা খাতুন বলেন, রাষ্ট্র সংস্কার রাষ্ট্রবিজ্ঞানীদের অগ্রণী ভুমিকা পালন করা উচিত। বর্তমান সময়ে রাষ্ট্র সংস্কারের জন্য এ ছায়া সংস্কার কমিশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

কর্মশালায় এক্সপার্ট হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, ড. এস এম আলী রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবা-উল-আযম সওদাগর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম আরও অনেকে।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর