উপাচার্য নিয়োগের দাবিতে রাবিপ্রবিতে অবস্থান কর্মসূচি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:১০
শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই উপাচার্যশূন্য রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। উপাচার্য এবং উপ-উপাচার্যের পদত্যাগের পর থেকে বিশ্ববিদ্যালয়টির প্রায় সব কার্যক্রম থেমে আছে।
এই পরিস্থিতে গত ৯ অক্টোবর ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমাকে জরুরি দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালানোর নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
তবে প্রজ্ঞাপন জারির দুই মাস পেরিয়ে গেলেও উপাচার্য নিয়োগের কোনো অগ্রগতি না হওয়ায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সোমবার (৫ জানুয়ারি) ক্লাস বর্জন করে শহরের বনরূপা এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ভিসি ছাড়া রয়েছি। দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ হলেও আমাদের নিয়ে সরকার কোনো চিন্তাই করছে না। আমরা শান্তিপূর্ণভাবে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। যদি দ্রুত সমাধান না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক দায়িত্বে থাকা ড. নিখিল চাকমা বলেন, ‘রাবিপ্রবির আইন অনুযায়ী উপাচার্যের দায়িত্ব অনেক ব্যাপক, যা আমি পালন করতে পারি না। আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত একজন স্থায়ী উপাচার্য প্রয়োজন।’
আহ্সান হাবীব/এটিআর/